এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি ষ সুনির্মল চন্দ্র বসু- সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১০। সালোকসংশ্লেষণের কয়টি উপকরণ থাকে?
ক) ২টি খ) ৩টি গ) ৫টি ঘ) ৪টি
১১। সালোকসংশ্লেষণ পরীক্ষায় পাতাবাহার গাছটি কত ঘণ্টা অন্ধকারে রাখতে হবে?
ক) ৩৮ ঘণ্টা খ) ৪৮ ঘণ্টা
গ) ৫৮ ঘণ্টা ঘ) ৪৭ ঘণ্টা
১২। ক্রেবস চক্র কে আবিষ্কার করেন?
ক) Sir Hans Krebs
খ) Black man
গ) Hatch and Salck
ঘ) Calvin
১৩। সালোকসংশ্লেষণ ক্ষেত্রে বলা যায়-
i. সবুজ উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য
ii. সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত হয়
ii. এ প্রক্রিয়ায় CO2 উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) iii
১৪ সালোকসংশ্লেষণে ক্লোরো-ফিলের ভূমিকা-
i. একমাত্র ক্লোরোফিল আলোক-শক্তি গ্রহণ করতে সক্ষম
ii. নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়
iii. ক্লোরোফিলের পরিমাণ বেড়ে গেলে আলোকসংশ্লেষণ বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) iii
উত্তর : ১০.ঘ, ১১.খ, ১২.ক, ১৩.খ, ১৪.খ।